‘নিজ সামরিক শক্তির মাত্র তিন শতাংশ ব্যবহার করেছে হামাস’

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গত তিন সপ্তাহের যুদ্ধে তার সমরশক্তির মাত্র তিন শতাংশ ব্যবহার করেছে। এ কথা জানিয়েছেন ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

লেবাননের রাজধানী বৈরুত সফররত আমির আব্দুল্লাহিয়ান দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে বলেছেন, ফিলিস্তিনিরা অত্যন্ত সুশৃঙ্খল ও শক্তিমত্তার সঙ্গে ইসরাইলি আগ্রাসন মোকাবেলা করে যাচ্ছে এবং এ পর্যন্ত তারা নিজেদের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র তিন শতাংশ ব্যবহার করেছে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তার দেশ গাজার অসহায় মানুষদের জন্য চিকিৎসা সামগ্রী ও খাদ্য পাঠাতে প্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে মিশর সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তেহরান।

এর আগে গত শুক্রবার ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি জানিয়েছিলেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে তেহরান।



মন্তব্য চালু নেই