৮ নারী পুরুষ ও শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে যেয়ে ফিরে আসার পথে বিএসএফের হাতে আটক ৮ বাংলাদেশীকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে সদর উপজেলার তলুইগাছা বিওপির সদস্যদের কাছে ফেরতদেয়।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্বদেন ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের এসআই প্রবন কুমার ও বাংলাদেশের বিজিবি পক্ষে নেতৃত্ব দেন তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডর শেখ ফয়েজউদ্দিন।
হস্তান্তরকৃত হলো, বাগেরহাট সদর উপজেলার কুলতলা গ্রামের মৃত হোসেন সিপাহীর ছেলে কবির সিপাহী (৪০), ভাই আরিফ হোসেন (৪), খুলনা জেলার ফুলতলার ছমির আলী (৩০), মেয়ে সুমি খাতুন (৮), ছেলে সাকিব (৩), যশোর জেলার কোটাপাড়া গ্রামের কওছার আলীর স্ত্রী হিরা শেখ (২৬), পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের জুলফিকার আলীর স্ত্রী ছমিরন নেছা (৪০), ও মেয়ে ছানিয়া খাতুন (৬)
সাতক্ষীরা তলুইগাছা বিওপিরর কোম্পানি কমান্ডার শেখ ফয়েজউদ্দিন জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ৮ বাংলাদেশীকে ফেরত আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই