৭০০ বছর আগেই ট্রাম্পের মূর্তি তৈরি করা হয়!

যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিমূর্তি ৭০০ বছর পূর্বেই তৈরি কারা হয়েছিলো! তাহলে কি চতুর্দশ শতকেও তিনি পৃথিবীতে ছিলেন? নাকি তার মত কেউ? না অবাক হওয়ার কিছু নেই। এসব প্রশ্নের উত্তর হলো চতুর্দশ শতকে খোদায় করা একটি মাথার অবয়ব পাওয়া গেছে যেটা ঠিক ট্রাম্পের মাথার মতই।

ব্রিটিশ সংবাদিক সামিরা আহমেদ প্রথম এই মাথার খুলিটি জনসম্মুখে আনেন। ওই মাথার খুলিটি ইংল্যান্ডের নাটিংহ্যামশায়ারের সাউথওয়েল মিনস্টার চার্চে পাওয়া গেছে। যার একটি ছবি তিনি তুলে তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। তারপরই এটি জনসম্মুখে আসে।

ওই পোস্টে তিনি লেখেন, “ইন্ডঅবডে এর প্রমাণ? ডোনাল্ড ট্রাম্পের মাথা গার্গয়েল হিসাবে সাউথওয়েল মিনস্টারের গির্জায় ৭০০ বছর আগে খোদাই কারা হয়েছে…”।

এর পরেই মিডিয়া এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। দেখা যায়, তার ওই পোস্টটি ৬০০ অধিক বার রিটুইট করা হয়েছে।

প্রাচীন এই গির্জায় রাজা রানিদেরসহ প্রায় ২৮০টি মুর্তি রয়েছে। ওই মূর্তিটি (ট্রাম্পের) রাজা, রানিদের সারিতে না রেখে রাখা হয়েছে একেবারে নিচের সারিতে।

গির্জার রেভারেন্ড ক্যানন নেইজেল কোটস বলেন, “মাথাটা আমারা আগেও দেখেছি। কিন্তু ট্রাম্পের হেয়ারস্টাইলের সঙ্গে যে এটার মিল রয়েছে তা কখনো ভাবিনি।”



মন্তব্য চালু নেই