৬৫ বছরে ৬০ বছরের প্রেমিকাকে বিয়ে
রাজশাহীর তানোরে ৬৫ বছর বয়সে ৬০ বছরের প্রেমিকা সুফিয়াকে বিয়ে করেছেন নূরুল ইসলাম ওরফে বাস্তুল। তাদের বিয়ের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে তানোর উপজেলার ভাগনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দেড় বছর আগে উপজেলার ভাগনা পূর্বপাড়া গ্রামের ৬৫ বছরের নূরুল ইসলামের সঙ্গে একই গ্রামের ৬০ বছর বয়সী বিধবা সুফিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বুধবার সন্ধ্যায় প্রেমিক নূরুল প্রেমিকা সুফিয়ার বাড়িতে যান। বিষয়টি গ্রামবাসী টের পেয়ে প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে।
পরে তারা বিয়ের সম্মতি দিলে থানা পুলিশসহ গ্রামবাসী খুশি হয়ে রাত সাড়ে ১২টার দিকে ওসির বাসভবনের পাশে কাজীর বাড়িতে বিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রেমিক যুগল বিয়ে করতে চাওয়ায় গ্রামবাসী তাদের রাতেই বিয়ে দেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষের কোনো অভিযোগ না থাকায় বিয়ে পড়িয়ে ছেড়ে দেয়া হয়।
মন্তব্য চালু নেই