৫ মিমির পাথরে আটকে ৩০ হাজার হিরে

বিস্ময় আজও ঘটে পৃথিবীতে l এমন এক ঘটনা যা বিজ্ঞানীদেরও ভাবতে বাধ্য করে l প্রকৃতির আজব খামখেয়ালীপনায় এমন কিছু ঘটনা ঘটে যা আপাতদৃষ্টিতে প্রায় অসম্ভব l রাশিয়ায় একটি খনি থেকে এমন একখন্ড পাথর খুঁজে পাওয়া গিয়েছে যাতে রয়েছে ৩০,০০০ হিরে l পাথরটির দৈর্ঘ্য ৫ মিলিমিটার ! লাল-সবুজ রঙের এই পাথরটি আপাতত গবেষনার জন্য পৃথক করে রাখা হয়েছে l টেনেস ইউনিভার্সিটির জিওলজিস্ট ল্যারি টেলর জানিয়েছেন, পাথরটি সত্যি বিস্ময়ের উদ্রেক করছে l পরর্বর্তী গবেষণার ফলাফল আগামী বছর রাশিয়ার জিওফিজিক্স এ প্রকাশিত হবে l



মন্তব্য চালু নেই