৩৬ জন মেয়রপ্রার্থী হত্যামামলার আসামি
আসন্ন পৌর নির্বাচনে ৯০৪ জন মেয়রপ্রার্থীর মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে বর্তমানে হত্যামামলা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৭ জন, বিএনপির ১৫ জন এবং অন্যান্য দলের ১৪ জন রয়েছেন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। লিখিত বক্তব্যে প্রার্থীদের তথ্য-উপাত্ত তুলে ধরে দিলীপ কুমার সরকার।
‘পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য প্রকাশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তাদের গবেষণা প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি।
সুজনের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের তুলনায় বিএনপির প্রার্থীদের মামলা বেশি। বর্তমানে মোট ৯০৪ জন প্রার্থীর মধ্যে ২১৯ জন অর্থাৎ ২৪.২২ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মোট ৬৭৭টি মামলা রয়েছে। এর মধ্যে আওয়ামী ৩৩, বিএনপির ৯৬ এবং অন্যান্য ৯০ জনের বিরুদ্ধে মামলা রয়েছে।
অতীতে মোট প্রার্থীর মধ্যে ৩২১ জন অর্থাৎ ৩৫.৫০ শতাংশের বিরুদ্ধে ৯৫০টি মামলা ছিল। এর মধ্যে আওয়ামী লীগের ১০২ জনের বিরুদ্ধে, বিএনপির ১০৯ জন ও অন্যান্য ১১০ জনের বিরুদ্ধে মামলা ছিল।
সুজন আরো জানায়, অতীতে মোট ৬১ জন প্রার্থীর বিরুদ্ধে হত্যামামলা ছিল। এর মধ্যে আওয়ামী লীগের ২২ জন, বিএনপির ১৯ জন এবং অন্যান্য দলের ২০ জন। আর উভয় সময়ে ৫ জনের বিরুদ্ধে হত্যামামলা ছিল বা আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সুজনের নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন, ড. রেজওয়ানা হাসান, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।
মন্তব্য চালু নেই