২৮ ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধই থাকছে

জীবন রক্ষায় মানসম্পন্ন ওষুধ উৎপাদনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়া ২৮টি কোম্পানির ওষধ উৎপাদন অবৈধ ও বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তাসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধের মান যথাযত থাকছে কি না সে বিষয়ে মনিটরিং করে ওই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার এ সংক্রান্ত জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।



মন্তব্য চালু নেই