২৪ জনের লাশ শনাক্ত, নেই বাংলাদেশি
সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহত ১০৮ জনের মধ্যে ২৪ জনের লাশ শনাক্ত করেছে সৌদি আরব কতৃপক্ষ। শনাক্ত হওয়া লাশের মধ্যে কোন বাংলাদেশি নেই।
আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় মক্কা হজ মিশনের প্রশাসনিক দলের উপনেতা, হজ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসান জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয় হাসপাতালের মর্গে দায়িত্বরত কর্মকর্তারা ২৪ জনকে শনাক্তের কথা জানিয়েছেন। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত অধিকাংশ বাংলাদেশি প্রাথমিক চিকিৎসা শেষে হোটেলে ফিরে এসেছেন।
মন্তব্য চালু নেই