টিভি চালিয়ে নাচায় স্ত্রীকে তালাক

নাচতে খুব ভালোবাসতেন সৌদি আরবের এক গৃহবধূ। অথচ স্বামী বাড়িতে থাকলে নাচ তো দূরের কথা, মিউজিক চ্যানেলও চালানো যেতো না। সবসময় ধর্মীয় চ্যানেলেই চোখ রাখার আদেশ ছিল স্বামীর।

কিন্তু স্বামী বাড়িতে না থাকলেই টিভির সামনে গিয়ে মিউজিক চ্যানেল চালিয়ে নাচতেন ওই গৃহবধূ। কিন্তু সেই নাচই যে তার কাল হবে তা ঘুণাক্ষরেও টের পারেননি তিনি।

একদিন স্বামী বেরিয়ে যাওয়ার পর টিভিতে পছন্দের মিউজিক চ্যানেল চালিয়ে নাচছিলেন সৌদি গৃহবধূ। অবশ্য কিছুটা উত্তেজিত হয়ে টিভির শব্দ কিছুটা বাড়িয়ে দিয়েছিলেন তিনি। আর তখনই ঘটলো বিপত্তি, হঠাৎ করে বাড়িতে এসে পড়লেন স্বামী।

ঘরে ঢুকে স্ত্রীকে নাচতে দেখে রেগে অগ্নিশর্মা স্বামী সঙ্গে সঙ্গেই তাকে তালাক দেন। স্ত্রীর কাকুতি-মিনতির কোনোকিছুই তার কানে যায়নি।

তার নির্দেশের বিরুদ্ধে গিয়ে ক্ষমার অযোগ্য আচরণ ও তাকে ঠকানো হয়েছে বলে ব্যাখ্যা করেছেন ওই সৌদি পুরুষ। অবশ্য দেশটির পুরুষ শাসিত সমাজে নারীদের কোণঠাসা করে রাখার ঘটনা নতুন কিছু নয়।



মন্তব্য চালু নেই