২৩ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত

২৩ জন যাত্রী নিয়ে নেপালে ছোট আকৃতির একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে মিয়াংদি জেলায়। সব আরোহীর মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।

জানা যায়, আজ বুধবার নেপালের পর্বতগুলোর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারা এয়ারলাইন্সের বিমানটির। ১৮ মিনিট উড্ডয়নের পরেই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানে তিনজন ক্রসহ দুজন শিশু ছিল। এছাড়াও রয়েছে কুয়েত এবং চীনের দুজন নাগরিক।

হিমালয় টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দেশটির সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে বিমানের খোঁজ চালায়। তবে খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধানে বিঘ্ন ঘটছিল। বিমানটি পোখরা বিমানবন্দর দিয়ে সকাল সাতটা ৫০মিনিটে উড্ডয়ন করে।

বিমানটি কাঠমান্ডুর উত্তরের রির্সোট এলাকা পোখারা থেকে উত্তরের জোমসমের উদ্দেশে যাত্রা করে নিখোঁজ হয়। সাধারনত পর্বতারোহীরা এই এলাকা দিয়ে পর্বত আরোহণ করে।



মন্তব্য চালু নেই