২০২২ বিশ্বকাপ : কাতারে কাজে বাধ্য করা হচ্ছে শ্রমিকদের

কাতারে ২০২২ সালের বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়ামের সংস্কারে শ্রমিকদের জোরপূর্বক কাজে লাগানো হচ্ছে। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ অভিযোগ করেছে।

সংগঠনটি জানায়, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রমিকদের নোংরা পরিবেশে থাকতে বাধ্য করা হচ্ছে। তা ছাড়া, তাদের উচ্চ প্রবেশন ফি দিতে হচ্ছে। এমনকি কাজ নিশ্চিত করার জন্য তাদের পারিশ্রমিক বকেয়া রাখা হচ্ছে এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করা হচ্ছে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কাতারে বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে ‘প্রায় সম্পূর্ণরূপে ব্যর্থ’ হচ্ছে বলে অভিযোগ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

কাতার জানিয়েছে, তারা অ্যামনেস্টির এমন অভিযোগে উদ্বিগ্ন এবং বিষয়টি তদন্ত করে দেখবে।

কাতার সরকার বলেছে, তারা অভিবাসী শ্রমিকদের কল্যাণকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিয়ে থাকে এবং তা লঙ্ঘিত হয়ে থাকলে কাতার শ্রম আইনের গঠনতান্ত্রিক সংশোধনে তারা বদ্ধপরিকর।

সূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই