১৬০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

ডেস্ক রিপোর্ট : বরফাচ্ছন্ন মহাদেশ খ্যাত আর্কটিক মহাসাগরে ১৬০ বছর আগে ডুবে যাওয়া ব্রিটেনের দুটি জাহাজের একটির সন্ধান পাওয়া গেছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।

স্টিফেন হারপার বলেছেন, ‘দুটি জাহাজের কোনটি পাওয়া গেছে, তা নিশ্চিত নয়। তবে যেটির সন্ধান পাওয়া গেছে, সেটি ওই দুটি জাহাজেরই একটি- এতে কোনো সন্দেহ নেই।’

ব্রিটিশ রয়্যাল নেভির রিয়ার অ্যাডমিরাল স্যার জন ফ্রাঙ্কলিনের নেতৃত্বে ব্রিটেনের জাহাজ দুটি আর্কটিক সাগরের কানাডীয় অংশে উত্তর-পশ্চিম সমুদ্রপথ নির্ণয়ের জন্য বের হয়। তবে কী কারণে জাহাজ দুটি ডুবে যায়, তা নিয়ে আজও রহস্য থেকেই গেছে।

২০০৮ সাল থেকে কানাডা সরকারের উদ্যোগে ডুবে যাওয়া জাহাজ দুটির সন্ধানকাজ শুরু হয়। বরফাচ্ছন্ন আর্কটিক সাগরে কানাডার সার্বভৌমত্ব নিশ্চিত করতে অভিযানের অংশ হিসেবে সন্ধানকাজ শুরু হয়। আশঙ্কাজনক হারে আর্কটিক সাগরের বরফ গলতে থাকায় সেখানে এখন জাহাজ চলাচল করতে পারছে। এ সুবিধাকে কাজে লাগিয়ে সন্ধানকাজ শুরু করে কানাডার সরকার।

সোনার স্কানে ভিক্টোরিয়া প্রণালীতে কিং ইউলিয়াম দ্বীপের কাছে সাগরবুকে পড়ে থাকা একটি জাহাজের প্রতিচ্ছবি দেখা গেছে। প্রধানমন্ত্রী হারপার একে রহস্যাবর্তনের বিপরীতে বিশাল জয় বলে উল্লেখ করেছেন। অপর জাহাজটিরও সন্ধান পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ১৮৪৫ সালে ১২৯ জন ক্রু নিয়ে আর্কটিক সাগরে ডুবে যায় জাহাজ দুটি।



মন্তব্য চালু নেই