১৫ বছরের ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ জাতিসংঘে গৃহিত

বিশ্বজুড়ে দারিদ্র্য, অসাম্য ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ ১৭টি ক্ষেত্রে বিশ্বকে এগিয়ে নিতে ১৫ বছরের নতুন লক্ষ্যমাত্রা জাতিসংঘে গৃহিত হয়েছে।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের মেয়াদ পূর্তিতে নেওয়া ‘উচ্চাভিলাষী’ এই পরিকল্পনাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি।

শুক্রবার পোপ ফ্রান্সিস এবং ১৫০টি দেশ থেকে আসা বিশ্ব নেতৃত্বের অংশগ্রহণে এক সম্মেলনে এসডিজি আনুষ্ঠানিক অনুমোদন পায় রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সম্মেলনে অংশ নিচ্ছেন। রোববার সম্মেলনের সমাপনীতে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

মন্দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বিত এই লক্ষ্যমাত্রা বিশ্ব নেতাদের দীর্ঘ তিন বছরের চিন্তা-ভাবনা ও আলোচনার ফসল।

আগামী ১৫ বছরের মধ্যে সদস্য দেশগুলোর অর্থায়নে এবং সরকারি নীতিমালার সংস্কারের রূপকল্প তুলে ধরতে এই বৈশ্বিক লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

এসডিজি পর্যবেক্ষণ ও পুনর্মূল্যায়ন করতে ২০১৬ সালের মার্চের মধ্যে একগুচ্ছ বৈশ্বিক সূচক ঠিক করা হবে, যেমনটি হয়েছিল এমডিজির ক্ষেত্রে।



মন্তব্য চালু নেই