১৩ প্রার্থীর মনোনয়ন জমা নিতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

১৩ প্রার্থীর মধ্যে সাতজন কাউন্সিলরের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান। প্রার্থীরা হলেন- মো. লোকমান হোসেন, এ কে এম নুরুজ্জামান, মতিয়ার রহমান, সোহরাব হোসেন, অ্যাডভোকেট হাসনা বেগন, আলিয়া খাতুন, সেতু রহমান।

সেতু রহমান ও আলিয়া খাতুন ঢাকা মহানগর উত্তরের এবং বাকী পাঁচজন দক্ষিণের কাউন্সিরর পদের সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে।

অপর ছয়জন প্রার্থীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

আইনজীবী মনজিল মোরশেদ বলেন, ‘আমি আদালতে ৬ জন প্রার্থীর পক্ষে শুনানি করেছি। তারা সবাই যুব মহিলা লীগের নেতাকর্মী।’

মনোনয়ন পত্র জমা নেয়ার নির্দশনা চেয়ে রিট আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।



মন্তব্য চালু নেই