১০০ ককটেল ও অস্ত্রসহ ২ শিবির ‘ক্যাডার’ আটক

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই শিবির ‘ক্যাডার’কে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে দুটি পাইপগান ও ১০১টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

শনিবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার হাটুভাঙা গ্রাম থেকে শিবির ক্যাডার রুম্মান ও করিমপুর গ্রাম থেকে মোজাম্মিল নামের আরেক জনকে আটক করা হয়।

রুম্মান হাটুভাঙা গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং মোজাম্মিল করিমপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বাংলামেইলকে জানান, শনিবার ভোর ৪টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়। সকাল ৭টা পর্যন্ত চলা অভিযানে দুই শিবির ক্যাডারকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি পাইবগান ও ১০১টি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই