হিলারি ছাট

চুলের স্টাইলে হিলারি ক্লিনটনের মুখচ্ছবি! রাতারাতি যা হয়ে দাঁড়াল ‘হিলারি ছাট’। যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণাকারী হিলারির এক ভক্ত তার মাথায় ফুটিয়ে তুলেছেন নেত্রীর মুখাবয়ব। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ছবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্যান অ্যান্টোনিওতে এক সমাবেশে বক্তব্য রাখেন হিলারি। এ সময় তার এক ভক্ত হাজির হন তার সমানে। পুরো সমাবেশে নজর কাড়তে দেরি হয়নি তার।

মারিজ আনিতা মোনসিভাইজ নামে এই ভক্ত তার মাথার পেছনের অংশে চুল ছাটিয়ে আঁকিয়ে নিয়েছেন হিলারির মুখচ্ছবি। যা হিলারিও দৃষ্টি এড়ায়নি। ভক্তের ভক্তির সমাদরও করেছেন তিনি। মোনসিভাইজের মাথায় হাত বুলিয়ে দেন হিলারি। এ ছাড়া অন্য ভক্তদের হাতে শোভা পায় হিলারির বিভিন্ন ধরনের ছবি।

এদিকে স্যান অ্যান্টোনিওতে বক্তব্য রাখার সময় হিলারি অস্ত্র নিয়ন্ত্রণ আইনের পক্ষে তার মত তুলে ধরেন। সামাজিক নিরাপত্তার জন্য এই আইনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন তিনি।

তথ্যসূত্র : ডেইলি মেইল।



মন্তব্য চালু নেই