রংধনুর রং যখন সাদা!

রংধনু মানেই যেন সাত রংয়ের সমাহার। শিশুকাল থেকে আমরা এমনটি জেনে এসেছি। রংধনু কখনও নিজ চোখে দেখা দিলে মনের অজান্তেই এর রং গণনা করার জন্য আমরা প্রতিযোগিতায় নেমে পড়ি। তবে মাঝে মাঝে ৭টি রং বোঝা যায় না। তবে রংয়ের সমাহার অবশ্যই থাকে।

কিন্তু এমন একটি দেশ রয়েছে যেখানে সবসময় সাদা রংধনুর দেখা মিলে। স্কটসদের ব্যাগপাইপ ও ক্ষত মজ্ঞল বার থাকতে পারে কিন্তু তাদের রংধনুর কোন রং নেই।

৫৩ বছর বয়সী রিচার্ড তুলসন যখন তার কুকুরের সাথে বাহিরে হাঁটতে বের হয়েছিলেন তখন মেঘের কাছাকাছি এই সাদা রংধনু দেখতে পান। তিনি এই সাদা রংধনুর ছবি তুলে পোস্ট করেন।

তিনি জানান, কলচানের উপত্যকায় তিনি ভারী কুয়াশা দেখতে পান। একটু সামনের দিকে গেলে দিনে অদ্ভুদ কিছু দেখতে পান, পরবর্তীতে এই অদ্ভুদ রংধনু তার চোখে পরে।
আকার আকৃতি সম্পূর্ণ রংধনুর মত হলেও এর রং ছিল সাদা।

তিনি বলেন, ‘এটা অনেক ভুতুড়ে ধরণের ছিল। আমি এরকম রংধনু আর কখনও দেখি নি। আমি নিয়মিত এখানে হাঁটতে যাই। সেদিন আমার হাঁটার স্থানের অর্ধেক পথ পাড়ি দেয়ার পর ঐ দৃশ্য দেখা যায়’।

রংধনুর আরেকটি রূপ এই সাদা রংধনু। এটিও প্রাকৃতিক রূপ-বৈচিত্র্যের অংশবিশেষ।–সূত্র: মেট্রো।



মন্তব্য চালু নেই