হিযবুতের পোস্টারিং, ‘জানে না’ পুলিশ

‘হাসিনাকে উৎখাতে সেনাবাহিনীর কাছে দাবি তুলুন’

খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনাকে উৎখাতে সেনাবাহিনীর কাছে দাবি তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে সিলেট নগরীতে পোস্টারিং করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। নগরীর বিভিন্ন স্থান তাদের পোস্টারে ছেয়ে গেলেও অনেকটা সুখনিদ্রায় রয়েছে পুলিশ প্রশাসন।

নগরী ঘুরে দেখে গেছে, হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন ঝর্ণারপাড়, দাড়িয়াপাড়া, আম্বরখানা, উপশহর, বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো রয়েছে। গত মঙ্গলবার রাতে পোস্টারগুলো লাগানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পোস্টারে লেখা রয়েছে- ‘হে দেশবাসী! কোথায় সেই সেনা অফিসার যে বলবে, দেশবাসীর ওপর আর একটা গুলিও বরদাস্ত করা হবে না?’

এতে আরো লেখা রয়েছে- ‘সামরিক বাহিনীর নিষ্ঠাবান অফিসারদের নিকট শেখ হাসিনাকে অপসারণ করে দ্বিতীয় খিলাফতে রাশেদাহ রাষ্ট্র প্রতিষ্ঠায় হিযবুত তাহরীরের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলুন। খিলাফত রাষ্ট্র বর্তমান জালিম শাসকদের মতো জনগণের শত্রু হয়ে নয় বরং জনগণের প্রতি যত্মশীল, সদয় এবং তাদের অভিভাবক হয়ে শাসন করবে।’

এদিকে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পোস্টারে নগরীর বিভিন্ন দেয়াল ছেয়ে গেলেও পুলিশের চোখে তা পড়ছে না।

হিযবুতের এমন তৎপরতা প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হিযবুত তাহরীরের পোস্টারিংয়ের বিষয়ে তার জানা নেই। খোঁজ নিয়ে নিষিদ্ধ এই সংগঠনের জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’



মন্তব্য চালু নেই