হামাস নেতাকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

অধিকৃত পশ্চিমতীর থেকে হামাসের উর্ধ্বতন নেতা হাসান ইউসুফকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাতে চালানো এক অভিযানে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে,‘সোমবার রাতে পশ্চিমতীরের বিয়েতুনিয়া এলাকায় চালানো সেনা ও পুলিশের যৌথ অভিযানে হামাস নেতা হাসান ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে।’ এর আগেও ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন এই নেতা।

সোমবার আরো আট ফিলিস্তিনি মানবাধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি জনগনের ওপর চালানো ইসরায়েলি বাহিনীর বন্দুক হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের সময় তাদের আটক করা হয়। গত এক সপ্তাহে বিভিন্ন ফিলিস্তিনি এলাকা থেকে আরো শতাধিক লোকজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।



মন্তব্য চালু নেই