হামলার জন্য ৩০০ পাক-জঙ্গি যেকোন সময় ভারতে ঢুকবে!

ভারতের সীমান্তে নিরাপত্তারক্ষীদের মধ্যে ফের সতর্কতা জারি হয়েছে। কারণ ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে, ফের সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, মোট ১২টি জঙ্গি লঞ্চ প্যাড থেকে ৩০০ জন জঙ্গি প্রস্তুতি নিচ্ছে এদেশে অবৈধ অনুপ্রবেশের।

সেপ্টেম্বরের শেষের দিকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। সেই হামলার পরও জঙ্গি তত্পরতা কমেনি পাকিস্তানে। মাঝে কয়েকদিন আপাত শান্ত থাকলেও এখন এমন মোট ১২টি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ ভারতীয় গোয়েন্দারা পেয়েছেন যেখান থেকে ভারতের উপরে ফের হামলার ছক কষা হয়েছে।

ডিএনএ-র একটি রিপোর্ট বলছে, গোয়েন্দাদের নিজস্ব নজরদারি ও প্রযুক্তির সাহায্যেই এই নতুন লঞ্চ প্যাড ও জঙ্গিদের উপস্থিতির কথা জানা গিয়েছে। ভারতে প্রবেশের পর এই জঙ্গিদের কোথায় স্বাগত জানানো হবে, সেই সম্পর্কেও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।

লোজাব উপত্যকা, রাজওয়ারের জঙ্গল, বান্দিপোরা, কাজিকুণ্ড, রাফিয়াবাদ, নওগাম এলাকাগুলিতে অনুপ্রবেশকারী জঙ্গি স্বাগত জানিয়ে নিয়ে যাবে এদেশের লিঙ্কম্যানরা। এরপর হ্যান্ডলারদের সঙ্গে দেখা করে আর্থিক ও আনুষাঙ্গিক নানা সাহায্য দিয়ে দেওয়া হবে জঙ্গিদের। এরপরই হামলার জন্য প্রস্তুত হবে জঙ্গিরা।

ভারতীয় গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে, ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পরে পাকিস্তানে পাক জঙ্গিদের প্রভূত ক্ষতি হয়েছে। সীমান্তের ওপারে লাইন দিয়ে যে ঘাঁটিগুলি থেকে ভারত বিরোধী হামলার ছক কষা হচ্ছিল তা জোর ধাক্কা খেয়েছে। তাই একপ্রকার মরিয়া হয়েই ফের হামলার জন্য সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশে তৈরি জঙ্গিরা।

সাধারণভাবে শীতের সময়ে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের ফলে সীমান্ত এলাকাগুলিতে অনুপ্রবেশের হার অনেক কম থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সীমান্তে থাকা জঙ্গিরা এতটাই মরিয়া যে প্রতিকূল পরিস্থিতিতেও সীমান্ত পেরিয়ে ঢোকার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।



মন্তব্য চালু নেই