হাতে মোবাইল ডিভাইস থাকলেই জরিমানা

গাড়ি চালানোর সময় হাতে যে কোন ধরণের মোবাইল ফোন ডিভাইস থাকলে ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর সরকার। সম্প্রতি দেশটিতে এ সংক্রান্ত একটি পাস হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে সিঙ্গাপরে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার প্রবণতা বেড়েছে। এই অভিযোগে ২০১২ সালে ২৯৩৮ এবং ২০১৩ সালে ৩৫৭২টি সমন জারি করা হয়। মোবাইল ফোনে ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটির সড়ক আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার।
আগের আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও এসএমএস লেখা নিষিদ্ধ ছিলো। গত বছর সংশোধিত আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় টেলি যোগাযোগ করা যায় এমন কোন ডিভাইস(মোবাইল ফোন, ট্যাবলেট পিসি ইত্যাদি) হাতে রাখা নিষিদ্ধ। আর কেউ এ আইন ভঙ্গ করলে গুনতে হবে ১ হাজার ডলার জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড । দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তির মাত্রাও হবে দ্বিগুন।



মন্তব্য চালু নেই