হঠাৎ কেন পাক সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল?
পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। রবিবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এ রদবদলের তথ্য জানানো হয়। হঠাৎ কেন এই রদবদল?
বিবৃতিতে বলা হয়েছে, লে. জেনারেল নাভিদ মুক্তারকে সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই- এর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং লে. জেনারেল বিলাল আকবরকে নতুন চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে।
নাভিদ মুক্তার লে. জেনারেল রিজওয়ান আখতারের স্থলাভিষিক্ত হবেন। জেনারেল রিজওয়ানকে ইসলামাবাদের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের (এনডিইউ) সভাপতি করা হয়েছে।
এনডিইউ সভাপতি লে. জেনারেল নাজির বাটকে পেশোয়ার ক্রপসের কমান্ডার (১১ ক্রপস), ১১ ক্রপস থেকে লে. জেনারেল হেদায়েত-উর রেহমানকে আইজিটি অ্যান্ড ই’র সদর দপ্তরের পরিদর্শক করা হয়েছে।
আইএসপিআরের প্রধান লে. জেনারেল অসিম সেলিম বাউজাকে সদর দপ্তরের আইজি (আর্মস) করা হয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ৯ ডিসেম্বর সাতজন মেজর জেনারেলকে লে. জেনারেলে পদোন্নতি দেয়া হয়।
এর আগে ২৯ নভেম্বর ১৬তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল কামার জাবেদ বাউজা। সূত্র: ডন অনলাইন।
মন্তব্য চালু নেই