হংকংবাসীকে ভেড়ার মতো হওয়ার আহ্বান
হংকংবাসীকে ভেড়ার মতো হওয়ার আহ্বান জানিয়েছেন নগরের প্রধান নির্বাহী লিয়াং চুন ইং । বুধবার চীনা চন্দ্র বর্ষ উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি কথা বলেন।
শীর্ষ নির্বাহী পদে নির্বাচনে চীনা হস্তক্ষেপ বন্ধের দাবিতে গত বছর হংকংয়ে ব্যাপক বিক্ষোভ করেন গণতন্ত্রপন্থিরা। ‘অকুপাই মুভমেন্ট’ ব্যানারে ওই সময় কয়েকটি জেলায় অবস্থান কর্মসূচিও পালন করা হয়। তবে সরকারের কঠোর অবস্থান ও গ্রেপ্তার অভিযানের কারণে শেষ পর্যন্ত গত ডিসেম্বরে বিক্ষোভকারীদের পিছু হটতে হয়। এ ক্ষেত্রে বেইজিংকে পূর্ণ সমর্থন দেন লিয়াং চুন ইং।
লিয়াং চুন বলেন, ‘গত বছর হংকংয়ের জন্য সুখকর ছিল না। আমাদের সমাজে দ্বন্দ্ব ও পার্থক্য বিদম্যান ছিল।’
তিনি বলেন, ‘আসছে নতুন বছরে, আমি আশা করি হংকংয়ের বাসিন্দারা ভেড়ার চরিত্র থেকে অনুপ্রেরণা নেবে এবং হংকংয়ের ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করবে।’
ভেড়াকে ‘শান্ত ও ভদ্র প্রাণী’ উল্লেখ করে তিনি বলেন, এ প্রাণীটি শান্তিপূর্ণভাবে দলবদ্ধভাবে বাস করে।’
চীনা ক্যালেন্ডারে ১২ মাসের নাম ১২টি প্রাণীর অনুযায়ী রাখা হয়েছে। এবছর নববর্ষের প্রতীক বাছাই করা হয়েছে ভেড়া।
মন্তব্য চালু নেই