স্টিয়ারিং, ক্ল্যাচ ছাড়াই চলবে গুগলের ওয়ান্ডার কার

দিলীপ মজুমদার (কলকাতা):এক অত্যাশ্চর্য গাড়ি আনার পরিকল্পনা করছে গুগল। স্টিয়ারিং,ক্ল্যাচ ও ব্রেক ছাড়াই চলবে এই গাড়ি। এই গাড়ি দেখতে অনেকটা ন্যানোর মতো। ভেতরে বসতে পারে দুজন। গুগলের স সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন এক সাংবাদিক বৈঠকে কোম্পানির এই ওয়ান্ডার কার সংক্রান্ত পরিকল্পনার কথা জানিয়েছেন। ব্রিন জানিয়েছেন, গুগল এধরনের ১০০ প্রোটোটাইপ গাড়ি বানাতে চলেছে যা নিজে থেকেই চলবে। গাড়ির মধ্যে থাকবে না স্টিয়ারিং হুইল,ব্রেক বা গ্যাস প্যাডেল্স।

কিভাবে চলবে গাড়ি?

এই গাড়ি বিদ্যুতে চলবে। গাড়ির গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার। গাড়ি চালানোর জন্য ভেতরে মাত্র দুটো বোতাম থাকবে। গো বোতামে চাপ দিলেই গাড়ি চলতে শুরু করবে । আর থামাতে হলে চাপ দিতে হবে স্টপ বোতামে। গুগলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এই গাড়ি খুবই মজবুত হবে। যাত্রীরা যেখানে যেতে চাইবেন এই গাড়ি সঠিকভাবেই গন্তব্যে পৌঁছে দেবে। পথ নিরাপত্তার ক্ষেত্রেই এই গাড়ি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে কোম্পানির দাবি। সহযোগী কোম্পানিগুলির সঙ্গে এই প্রযুক্তিতে নির্মিত গাড়ি সারা বিশ্বেই পথ নিরাপত্তার জন্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে গুগল। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই গাড়ির নকশা তৈরি করা হয়েছে। সেন্সরের সাহায্যে এই গাড়ি নিজে থেকেই চলবে। সেন্সের সাহায্যে অনেক দুর থেকেই রাস্তায় থাকা কোনও কিছু চিহ্নিত করে ফেলতে সক্ষম এই গাড়ি। গুগলের এই প্রচেষ্টা সফল হলে তা হবে ঐতিহাসিক। মদ্যপান করেও এই গাড়ি চালাতে কোনও বাধা থাকবে না। এই গাড়ির দাম কত হবে তা এখনও জানানো হয়নি। একবার স্টার্ট হলে তা ১৬০ কিলোমিটার পর্যন্ত চলবে।



মন্তব্য চালু নেই