সৌদির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। বৃহস্পতিবার সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ওই পার্লামেন্ট ভোট দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইপির প্রস্তাবিত অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে ৩৫৯ ভোট পড়ে, বিপক্ষে পড়ে ২১২ ভোট। অন্যদিকে ভোটদানে বিরত থাকেন ৩১ জন। ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানে এখন পর্যন্ত ছয় হাজার মানুষ নিহত হয়েছে।

এ সিদ্ধান্ত মানার কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও এটি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করবে বলে জানিয়েছে রয়টার্স।



মন্তব্য চালু নেই