সৌদিতে মদ্যপান নাচের ভিডিও ভাইরাল, আয়োজক গ্রেফতার (ভিডিও)

সৌদি আরবে ভিডিও ক্লিপ দেখে মদ্যপান পার্টির সন্দেহভাজন মূল আয়োজককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পার্টির একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি সৌদি আরবের বেশ কয়েকজন নারীর সঙ্গে একটি ভবনের ছাদে নাচছেন। এ সময় আরবি গানের তালে তালে তাদেরকে নাচতে দেখা যায়। তবে ওই ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিও ক্লিপটি যাচাই-বাছাইয়ের পর দেশটির পুলিশ স্থান সনাক্ত করতে সক্ষম হয়। পরে ওই পার্টির মূল আয়োজককে গ্রেফতার করে পুলিশ। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। অনুষ্ঠানে আরবের বেশ কয়েকজন তরুণী ও বিদেশিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

মক্কা পুলিশের মুখপাত্র আতি আর কারাশি দেশটির আরবি ভাষার দৈনিক আল ওকাজকে বলেন, পার্টি আয়োজনের স্থান জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। পরে বেশ কয়েকজন অংশগ্রহণকারীকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়।

সৌদি আরবে মদ্যপান ও কেনা-বেচা, সম্পর্কহীন নারী-পুরুষের অবাধ মেলামেশা ঠেকাতে কঠোর আইন রয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই