সুষমা স্বরাজকে কিডনি দিতে চান অনেকে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি বিকল হয়ে যাওয়ায় তিনি এখন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইএমএস) ভর্তি আছেন। তার কিডনি বিকল হয়ে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার পর অনেক ভক্ত ও শুভাকাঙ্খী তাকে কিডনি দেওয়ার প্রস্তাব করেছেন। খবর বিবিসি।

শুধু ভারতীয় নয়, সুষমাকে কিডনি দিতে চাওয়াদের মধ্যে রয়েছেন পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতাকামী এক নেতাও। সুষমা স্বরাজকে কিডনি দানের ইচ্ছা প্রকাশ করেছেন বালুচ নেতা আহমার মুস্তিখান। এছাড়া আরো কয়েকজন ভারতীয় সুষমাকে কিডনি দিতে চেয়ে টুইট করেছেন।

এদিকে যারা কিডনি দেওয়ার প্রস্তাব দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুষমা। সুষমা এক টুইট বার্তায় বলেন, আপনাদের ভালবাসায় মুগ্ধ আমি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই।

উল্লেখ্য, ৬৪ বছর বয়সী সুষমা স্বরাজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। এ মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার সুষমা স্বরাজের কিডনি বিকল হওয়ার খবর প্রকাশিত হয়।



মন্তব্য চালু নেই