সিলেটে সাবেক নেতাকে কোপাল ছাত্রলীগ

নগরীর টিলাগড়ে নিজ দলের এক সাবেক নেতাকে কুপিয়ে আহত করেছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদের সমর্থকরা। আহত জাকারিয়া মাহমুদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য। নগরীর টিলাগড় পয়েন্টে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাকারিয়া নগরীর উপশহর ‘এ’ ব্লকের ৫নং রোডের ৪৪১ নম্বর বাসার হাবিবুর রহমানের ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম কামরুল পক্ষের সমর্থক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জাকারিয়া মাহমুদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে টিলাগড়ে হোটেল আজমীরে বসে চা পান করছিলেন। এ সময় হিরণ মাহমুদের সমর্থক সালমান, রেদওয়ানসহ বেশ কয়েকজন জাকারিয়াকে ডেকে হোটেলের বাইরে নিয়ে যান। এরপর তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যান তারা।

সিলেট মেট্রোপলিটনের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক পক্ষের লোকজন জাকারিয়াকে কুপিয়ে আহত করেছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ বলেন, ‘ঘটনার সময় তিনি সিলেট ছিলেন না। তবে এ ঘটনা কোনো পক্ষ-বিপক্ষ গ্রুপের নয়। জুনিয়র কয়েকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে একটু সমস্যা হয়েছে।’



মন্তব্য চালু নেই