সিলেটে পাঁচতলা ভবন হেলে পড়েছে
সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ডে পূর্ব পীরমহল্লার প্রভাতী আবাসিক এলাকায় পাঁচতলা একটি ভবন পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়েছে। হেলে পড়া ভবনটির মালিক যুক্তরাজ্য প্রবাসী আবদুল বাসিত।
‘শ্রীধরা হাউস’ নামের ৬২/বি নং ভবনটি ৬২/এ-১ ভবনের ওপর হেলে পড়েছে। ৬২/এ-১ ভবনের মালিক আবদুল বাসিতের ভাই আবদুস শাকুর।
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচতলা ভবনটি পূর্বদিকে পাশের ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে।
ভবনের ভাড়াটিয়া ও স্থানীয় এলাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, হেলে পড়া ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। ভবনটি হেলে পড়লেও এর গায়ে কোনো ফাটল দেখা যায়নি।
ভাড়াটিয়ারা জানান, চলতি বছরের জানুয়ারিতে একটি ভূমিকম্পে ভবনটি সামান্য হেলে পড়ে। পরে গত ১৩ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পে ভবনটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়ে।
এদিকে হেলে পড়া ভবনটি পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তারা।
সিসিক’র ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী বলেন, স্থানীয়দের কাছ থেকে গত পরশু ভবনটি হেলে পড়ার বিষয়টি জানতে পারি। পরে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে ভবনটি পরিদর্শন করেছি।
তিনি জানান, বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা, সেটা নির্ধারণ করা হবে।
মন্তব্য চালু নেই