সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

সিলেট নগরীর বালুচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০-১২ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও ছাত্রলীগ নেতা সায়েফ আহমদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে একপক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে নিপু গ্রুপের কর্মী আরাফাত মঈনুল মুহিনসহ ১০/১২ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে আহত অন্যদের নামপরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।



মন্তব্য চালু নেই