৩ আসামির বিরুদ্ধে পরোয়ানা
সিলেটের রাজন হত্যার চার্জশিট গ্রহণ
সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় দাখিল করা চার্জশিট আমলে নিয়েছেন আদালত।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শুনানি শেষে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম এই চার্জশিট আমলে নেন।
এ সময় অভিযুক্ত কামরুল ইসলামসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত।
কামরুল ছাড়াও দেশে পলাতক রয়েছেন কামরুলের ভাই পাভেল ও শামীম।
আদালত কামরুল, পাভেল ও শামীমের মালামাল ক্রোক করারও নির্দেশ দিয়েছেন।
শুনানি শেষে সিলেট জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
মন্তব্য চালু নেই