সিরিয়ায় হবে রুশ ঘাটি, ভূমধ্যসাগরে প্রস্তুত রণতরী

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সিরিয়ায় নৌ, বিমান এবং পদাতিক বাহিনীর সমন্বয়ে রুশ সামরিক ঘাটি নির্মাণের সম্ভাবনা রয়েছে।

দেশটিতে আইএস জঙ্গিদের ওপর যেকোনো মুহূর্তে মিসাইল হামলার জন্য রাশিয়ার যুদ্ধজাহাজগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। হাইকমান্ডের নির্দেশ পেলেই যুদ্ধজাহাজ থেকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার উর্ধতন সামরিক কর্মকর্তা আন্দ্রেই কার্তাপোলভ।

তিনি জানান, প্রয়োজন হলে ভূমধ্যসাগরে অবস্থানরত রণতরী থেকে রুশ মিসাইল নিক্ষেপ করে আইএস স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। পাশাপাশি জঙ্গি দমনে সিরিয়ায় তিন বাহিনীর সমন্বিত একটি ঘাটি নির্মাণের সম্ভাবনাও উড়িয়ে দেননি এই সামরিক কর্মকর্তা।

আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরুর আগে ইরাক, ইরান ও সিরিয়ার সঙ্গে মিলে ইরাকের বাগদাদে একটি গোয়েন্দা দফতর চালু করে রাশিয়া।



মন্তব্য চালু নেই