সিরিয়ায় স্কুলে বোমাবর্ষণে নিহত ৯ ছাত্রী

সিরিয়ার উত্তরপূর্ব শহর দেইর ইজোরে এক বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণের ঘটনায় ৯ ছাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম এবং পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে আল জাজিরা মঙ্গলবার এ সংবাদ দিয়েছে।

সরকার নিয়ন্ত্রিত হারবেশ জেলার ওই স্কুলটিতে হামলায় ৯ ছাত্রী নিহত এবং ২০ জনের আহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছে সিরিয়ার মানবাধিকার সংস্থা।

সংবাদ সংস্থা এএফপিকে মানবাধিকার সংস্থাটির কর্মকর্তা রামি আবদেল রহমান বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৩ থেকেই দেইল ইজোর প্রদেশের বেশিরভাগ জায়গাই নিয়ন্ত্রণ করছে ইসলামিক স্টেট। তার মধ্যে প্রদেশটির রাজধানীর অর্ধেক অংশ রয়েছে সরকারের দখলে।

আইএসের দখলকৃত অংশ থেকে সরকার নিয়ন্ত্রিত এলকায় গত কয়েক মাস ধরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কয়েক ডজন সাধারণ মানুষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানাকে বলেছেন, আজ সকালে জঙ্গি সংগঠন আইএস হারবেশের একটি স্কুলে মর্টার হামলা চালিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট এবং রাশিয়ার সেনাবাহিনী এই প্রদেশের আইএস যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছেন।



মন্তব্য চালু নেই