সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৫৭

সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। শনিবার সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রাজধানী দামেস্ক থেকে ২৯০ কিলোমিটার উত্তরে মারাত আল নুমান শহরে রাশিয়া বিমান হামলা চালায়।

বিরোধীপক্ষগুলোর সঙ্গে আসাদ সরকারের শান্তি আলোচনার প্রস্তুতির বিষয়ে আলাপের জন্য যখন জাতিসংঘের কূটনীতিক স্ট্যাফেন ডি মিস্তরা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে বৈঠকে বসেছেন, ঠিক তখনই এ হামলার ঘটনা ঘটল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যেখানে হামলাটি চালানো হয়েছে, সেটি আল-কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্টের যোদ্ধারা কারাগার ও শরিয়াহ আদালত হিসেবে ব্যবহার করত। হামলায় ২১ বেসামরিক নাগরিক, ২৯ জঙ্গি ও ৭ বন্দি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ৩০ জন। এদের অনেকের অবস্থাই গুরুতর।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়া গত সেপ্টেম্বরে সিরিয়ায় বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাতে শুরু করেছে।



মন্তব্য চালু নেই