সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩

বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্তার বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাতভর ওই অঞ্চলে বিভিন্ন টার্গেটে রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স বলছে, হামলার দায় অস্বীকার করেছে মস্কো।

জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্ট ও আল কায়েদার ঘাঁটি ইদলিব শহর। এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি আলোচনা শুরু করলে নুসরা ফ্রন্টে তা প্রত্যাখ্যান করে নিজেদের সরিয়ে নেয়।

সিরিয়ান অবজারভেটরি বলছে, কয়েকটি আবাসিক এলাকায় হামলা হয়েছে। একই সঙ্গে একটি হাসপাতাল ও একটি সরকারি বাগানের কাছে ওই হামলা হয়। নিহতদের মধ্যে ৭ শিশু রয়েছে।

ছবিতে দেখা যায়, ইদলিবে ভবন ধসে পড়েছে; উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে হতাহতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম মিত্র রাশিয়া। সিরিয়ায় সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মস্কো।



মন্তব্য চালু নেই