সিরিয়ায় এক সঙ্গে লড়বেন ট্রাম্প-পুতিন
বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সিরিজ ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে শনিবারের এই সিরিজ ফোনালাপের সবচেয়ে আকর্ষণীয় অংশ রাশিয়ার প্রধান ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনের প্রতি দৃষ্টি ছিল বিশ্বের।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, দুই রাষ্ট্র প্রধানের কথোপকথনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়টি গুরুত্ব পেয়েছে। দুই নেতাই সন্ত্রাসবাদের বিপক্ষে একসঙ্গে যুদ্ধ করার বিষয়ে মত দিয়েছেন।
বিশেষ করে সিরিয়ায় ইসলামিক স্টেট ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলো দমনে এক হয়ে কাজ করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।
অন্যদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফোনালাপ একটি ‘গুরুত্বপূর্ণ শুরু’। এর মধ্য দিয়ে দু’দেশের ‘সম্পোর্কন্নয়ন’ সম্ভব হবে।
পুতিন ছাড়াও জাপান, জার্মানি, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একই দিনে ফোনে কথা বলেন ট্রাম্প।
এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও পারস্পরিক লাভজনক বাণিজ্য পুনস্থাপনের পক্ষে একমত হয়েছেন ট্রাম্প ও পুতিন।
দুই নেতাই পরস্পরকে সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাতে বিস্তারিত আলোচনার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ রেখে সম্পোর্কন্নয়নের চেষ্টা অব্যাহত রাখারও অঙ্গীকার করেন তারা।
মন্তব্য চালু নেই