সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ কমান্ডার নিহত

সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদার শীর্ষ স্থানীয় কমান্ডার ও তার দুই সহযোগী নিহত হয়েছে। শনিবার লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়ছে।

সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর দানা’য় আল-কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্টের কমান্ডার আবদুল মোহসিন আবদুল্লাহ ইব্রাহিম আল-চারেখ তার দুই সহযোগীসহ নিহত হয়েছে। আল-কায়েদার এ কমান্ডার সৌদি নাগরিক । সে সানাফি আন-নাসের নামেও পরিচিত ছিল।

সংস্থাটির প্রধান রামে আব্দুর রহমান জানিয়েছেন, মার্কিন না কি রুশ ঠিক কাদের বিমান হামলায় চারেখ নিহত হয়েছে তা পরিষ্কার নয় । তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জঙ্গিরা জানিয়েছে, রুশ বিমান হা্মলায় চারেখ নিহত হয়েছে। কয়েকটি লাশসহ একটি বিধ্বস্ত গড়ির ছবিও তারা প্রকাশ করেছে। এতে চারেখ’এর লাশ রয়েছে বলে দাবি করা হয়েছে।

সিরিয়ায় আল-কায়েদার অভিযানের দায়িত্বে ছিলেন চারেখ। গত বছর সিরিয়ার যেসব জঙ্গিদের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা আরোপ করেছিল চারেখ ছিলেন তাদের মধ্যে ষষ্ঠ। এছাড়া সৌদি আরব মোস্ট ওয়ান্টেড যে ৮৫ জঙ্গির তালিকা করেছিল তাতে চারেখে ছিলেন ৪৯ তম।



মন্তব্য চালু নেই