সিরিয়ার বিদ্রোহীদের কাছ থেকে জাতিসংঘ দলের পলায়ন

সিরিয়ার গোলান মালভূমিতে বিদ্রোহীদের হাত থেকে পালিয়ে এসেছে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি দল। এর আগে বিদ্রোহীদের হাত থেকে ছাড়িয়ে আনা হয়েছিল আরো একদল নিরাপত্তা রক্ষীকে। শনিবার সিরীয় বিদ্রোহীরা জাতিসংঘ পর্যবেক্ষক দলের দুটি ফিলিপিনো গোষ্ঠিকে আটক করে। এর মাত্র কয়েকদিন আগে ফিজি সেনাদের একটি ৪৪ সদস্যের দলকে আটক করেছিল তারা।

রোববার সকালে ফিলিপিনো সেনাদের ৪০ জনের একটি দল সিরিয়া বিদ্রোহীদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই আরো ৩২ ফিলিপিনো যোদ্ধাকে ছাড়িয়ে আনা হয়েছিল। এ সম্পর্কে ফিলিপিনো সেনাবাহিনীর এক লে. কর্নেল রামন জাগালা বলেছেন, সবাই নিরাপদ অবস্থানে রয়েছে। আমরা আমাদের অস্ত্রশস্ত্রসহ পালিয়ে এসেছি। আমাদের কোনো সেনা আর বিদ্রোহীদের হাতে বন্দি নেই।’

এদিকে যুক্তরাষ্ট্র বলছে, বৃহস্পতিবার সিরিয়ার কুনেইতরা ক্রসিংয়ের কাছে নুসরা ফ্রন্ট আরো ৪৪ ফিজিয়ান সেনাকে আটক করেছে।শনিবার জাতিসংঘ জানিয়েছে, ফিজির সেনারা নিরাপদে আছে। বিদ্রোহীরা বলেছেন, সেনাদের নিরপত্তার জন্যেই তাদেরকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই