সিরিয়ার ইদলিব প্রদেশের ২ গণকবর থেকে ১৩১ লাশ উদ্ধার

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশের খান শাইখুন শহরের কাছে দু’টি বিশাল গণকবর থেকে ১৩১ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের বেশিরভাগ প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে লড়াইরত জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যদের। বুধ ও বৃহস্পতিবার অনুসন্ধান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়।

ইদলিব প্রদেশ গত কয়েক বছর ধরে জঙ্গি গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করছে। সেখানে বহুবার নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে এসব সন্ত্রাসী গোষ্ঠী।

অবজারভেটরির এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগ আল-কায়েদার শাখা জাবহাত ফতেহ আশ-শামের সদস্য। অপর জঙ্গি গোষ্ঠী জুন্দুল আকসার হাতে আটক হওয়ার পর নৃশংস গণহত্যার শিকার হয় তারা।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, জুন্দুল আকসার সন্ত্রাসীরা ইদলিব ছেড়ে হামাসহ অন্যান্য এলাকায় চলে যাওয়ার পর তাদের গণহত্যার শিকার ব্যক্তিদের লাশ উদ্ধার করা হলো।

গত ডিসেম্বরে সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর পুনরুদ্ধার করার পর এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শহরটিতে আটকে পড়া জঙ্গিরা পরিবার-পরিজন নিয়ে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে চলে গিয়েছিল।



মন্তব্য চালু নেই