সিডনি হারবার ব্রিজের অনুকরণে গঙ্গার উপরে ইস্পাতের সেতু

নতুন বছরে শহরে নতুন আকর্ষণ৷ পর্যটকদের উপভোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বাচছন্দ্য৷
এই প্রথম গঙ্গানদীর উপরেই সিডনির হারবার ব্রিজের অনুকরণে তৈরি হচেছ সেতু৷ গঙ্গানদীর উপরে দাঁড়িয়ে গঙ্গার শোভা উপভোগ করার সেতু৷ যৌথ উদ্যোগ রাজ্য সরকার ও কলকাতা পুরসভার৷ ঠিক সেতু না বলে এটিকে সংযোগকারী দৃষ্টিনন্দনকারী ভাসমান ইস্পাতের রাস্তা বলা যেতে পারে৷ উদ্দেশ্য, পর্যটকদের আকর্ষণ ও গঙ্গার সৌন্দর্যায়নের পাশাপাশি মানুষের যাতায়াতের সুবিধা৷ প্রিন্সেপ ঘাট থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ব্রিজের দৈর্ঘ্য হবে প্রায় ১১০ মিটার৷ ওই সেতুর পাশেই তৈরি হবে লন্ডন আই-এর আদলে ‘কলকাতা আই’৷ সেই কাজও শুরু হয়েছে৷ ইঞ্জিনিয়ারদের মত, নদীতীরের উপরের ব্রিজ থেকে ‘কলকাতা আই’ সুন্দরভাবে দৃশ্যমান হবে৷ ফলে পর্যটকরা কলকাতার প্রাচীনত্ব যেমন বুঝবেন আবার নতুন চেহারাও উপভোগ করবেন৷ নতুন ব্রিজ গঙ্গার পাড়ের থেকে জলের দিকে ১৫ ফুটেরও থেকে বেশি এগিয়ে রাস্তাটি হচেছ৷ বাবুঘাটের রেললাইনের সমান্তরালভাবেই এগিয়ে যাবে রাস্তা বা সেতুটি৷ ১৬ ফুট চওড়া সেতু৷ থাকছে দু’টি পিলার৷ দু’টি পিলারেই গোটা সেতু দাঁড় করানো হচ্ছে৷ সেতুর পুরোটা ইস্পাতের৷ খরচ হবে মোটামুটিভাবে পাঁচ কোটি টাকা৷ রাজ্য সরকারের পর্যটন ও পুর দফতরের পাশাপাশি কলকাতা পুরসভা প্রকল্পটি রূপায়ণে কাজ করছে৷ পুরসভার ইঞ্জিনিয়াররাই গোটা প্রকল্পের দেখভাল করছেন৷ চলতি বছরের মার্চ মাস নাগাদ কাজটি শুরু হয়৷ আগামী বছরের মার্চের মধ্যেই সাধারণ মানুষের কাছে আধুনিক সেতুটি খুলে দেওয়া যাবে বলে মনে করছেন পুরসভার দায়িত্বপ্রাপ্ত দক্ষ ইঞ্জিনিয়াররা৷ রেললাইনের কারণে প্রিন্সেপ ঘাট থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত যেতে পথচারীদের সমস্যার শেষ থাকে না৷ ঘুরপথে পেরনোও অনেক কষ্টসাপেক্ষ৷ গঙ্গার উপরের সেতু বা রাস্তা হলে যে সেই সমস্যা থাকবে না, তা বলাই বাহুল্য৷



মন্তব্য চালু নেই