সিংড়ায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৫ : অস্ত্র সহ আটক ২

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী প্রদীপ কুমার সরকারের ওপর স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থকরা হামলা চালিয়েছে। এসময় অন্ততঃ পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ছাতারদিঘী বাজারে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী প্রদীপ কুমার সরকার তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন এবং একই সময়ে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকও তার সমর্থকদের সাথে নিয়ে প্রচারনায় ব্যস্ত ছিলেন। প্রচারনাকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আর্তকিতভাবে প্রদীপ কুমার সরকারের প্রচারনায় হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী প্রদীপ কুমার সরকার পালিয়ে একটি বাড়ীতে আশ্রয় নিলেও তার ৫জন সমর্থককে পিটিয়ে জখম করে আব্দুর রাজ্জাকের সমর্থকরা। পরে এলাকাবাসী এগিয়ে গিয়ে হামলাকারীদের ধাওয়া করে এবং দেশীয় অস্ত্র সহ দু’জনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই