সারাদেশে ২৮৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সারাদেশে সোমবার সকাল থেকে ২৮৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণে ৩৫ প্লাটুনসহ মোট ৭০ প্লাটুন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকার বাইরে সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় ১০৩ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তা দিতে ৮২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান মোহসিন রেজা।



মন্তব্য চালু নেই