হুমড়ি খেয়ে পড়েছে মানুষ

সমুদ্রে ভাসছে লাখ লাখ রুপির নোট

টাকা গাছে ধরে না। কিন্তু মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে সমুদ্রে দেখা গেলো রুপির অসংখ্য নোট ভাসছে। মালিক না থাকায় স্থানীয় মানুষেরা হুমড়ি খেয়ে পড়েছে সেখানে। অনেকে আগপিছ না ভেবে ঝাঁপিয়ে পড়ে ‍দুই হাতে মাছ ধরার মতো রুপি সংগ্রহ করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানিয়েছেন, এক বিদেশি ওই নোটগুলো সমুদ্রে ছুঁডে দিয়েছিলেন। লোকজন সমুদ্র থেকে ওই নোটগুলো কুড়িয়ে নেন। সমুদ্রের জলে নোট ছড়িয়ে থাকার খবর পেয়ে সেখানে প্রচুর ভিড় জমে যায়।

rupee2জলে নোট ভাসতে দেখে অনেকেই জীবনের ঝুঁকি নিয়েও সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। কয়েকজন নোট পেলেও জোয়ারের কারণে অনেকেরই তা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় ।

সমুদ্রে নোট ভাসার খবরে চাঞ্চল্য দেখা দিলেও প্রকৃত ঘটনা কী, তা জানতে তদন্ত চলছে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে দিয়েছে পুলিশ।



মন্তব্য চালু নেই