সপ্তাহে একবার মিসাইল পরীক্ষা করবে উ. কোরিয়া

বিশ্ব নেতাদের নিন্দা ও মার্কিন সেনাদের উত্তেজনা সত্ত্বেও মিসাইল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পিয়াংগুনের এক জেষ্ঠ্য কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হান সং-রায়ল বলেছেন, আমাদের মিসাইল পরীক্ষা বন্ধ হবে না। বরং তা সপ্তাহ, মাস বা বছর ব্যাপী চলবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা যদি হামলা করে তাহলে আমরাও ছাড় দিবো না, ‘পূর্ণ যুদ্ধ’ চলবে।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পিন্স উত্তর কোরিয়াকে মিসাইল পরীক্ষা না করার জন্য সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, উত্তর কোরিয়া আমাদের কৌশলগত ধর্যের বাঁধ অতিক্রম করেছে।

মাইক পিন্স রোববার যখন দক্ষিণ কোরিয়া সফরে ছিলেন, তখন উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা করে।



মন্তব্য চালু নেই