সত্যিকার চালকবিহীন গুগেলর গাড়ি এবার রাস্তায়

টেক জায়ান্ট গুগল চালকবিহীন সত্যিকার গাড়ির প্রটোটাইপ ভার্সন উন্মোচন করেছে সোমবার। এ বছরের শুরুতে প্রতিষ্ঠানটির দেখানো গাড়িটির উন্নত ভার্সন এটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
গুগলের এ ধরনের প্রথম গাড়িটিতে হেডলাইট ও স্টিয়ারিং হুইল ছিল না। তবে নতুন সংস্করণে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাস্তায় চলাচলের জন্য আইনত সব উপকরণ। আর এতে রয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতি ছাড়াও একজন চালকের গাড়িটি চালানোর জন্য যাবতীয় উপকরণ।
গাড়িটি নির্মাণের ফলে এখন গুগল শুধু ইন্টারনেট কিংবা প্রযুক্তি প্রতিষ্ঠানই নয়, গুগল এখন গাড়ি কোম্পানিও বটে। সিলিকন ভ্যালি থেকে বের হওয়া দ্বিতীয় গাড়ি প্রতিষ্ঠান গুগল। প্রথম প্রতিষ্ঠান হলো বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। তবে গুগলের গাড়িটি বাজারের অন্য গাড়িগুলোর মতো নয়। মূলত প্রয়োজনীয় যাতায়াতের জন্যই এটি তৈরি। সম্পূর্ণভাবে বৈদ্যুতিক শক্তিচালিত এ গাড়িটির সর্বোচ্চ গতি ২৫ মাইল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গাড়িটি চালক ছাড়াই চলতে সক্ষম। _75147500_google_car_624



মন্তব্য চালু নেই