শ্রীলঙ্কায় নতুন সেনাপ্রধান নিয়োগ

নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার মেজর জেনারেল ক্রিসান্ত ডি সিলভাকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ।
নতুন সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল দয়া রত্নানায়েকের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেবেন। আগামি ২২ ফেব্রুয়ারি থেকে নতুন সেনাপ্রধানের দায়িত্ব শুরু হবে। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর জেনারেল ক্রিসান্ত ডি সিলভা হবেন শ্রীলঙ্কার ২১তম সেনাপ্রধান।
বলা হচ্ছে মেজর জেনারেল ক্রিসান্ত সাবেক সেনাপ্রধানের জেনারেল ফনসেসকার অনুগত। সাবেক প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে জেনারেল ফনসেসকার বিরোধ চরমে ছিল। তাকে বরখাস্তও করেন রাজাপক্ষে। ২০১০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। সদ্য সমাপ্ত দেশটির জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট সিরিসেনার পক্ষে প্রচার চালিয়েছিলেন ফনসেকা।



মন্তব্য চালু নেই