শুনুন সন্তানহারা রাজনের বাবার কথা ও পুলিশের বক্তব্য (ভিডিওসহ)
‘চোর’ অপবাদে সিলেটে শেখ সামিউল আলম রাজন নামে ১৩ বছরের শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা মুহিদ আলম নামে এক আসামিকে পুলিশের কাছে সোপর্দ করে। সে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তবে ধরা ছোঁয়ার বাহিরে আছে এখনো ৩ আসামী।
এদিকে ঘটনার পর রাজন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে জড়ো হয় জালালাবাদ থানার সামনে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘শিশু রাজনকে নির্যাতনের সময় যে ভিডিওচিত্র ধারণ করা হয় সেটি আমাদের হাতে এসেছে। তা দেখে মনে হচ্ছে যে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই এ ঘটনার সঙ্গে জড়িত।’
তিনি আরো বলেন, ‘আমরা ঘটনার পর পরই আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছি। আশা করছি, জড়িত অপর আসামিদেরও দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব।’
মন্তব্য চালু নেই