শনিবার নন-ভ্যালেন্টাইন মহাসমাবেশ
ফাগুনের আগুনঝরা দিন শুরু হচ্ছে আগামীকাল শনিবার। ঠিক পরদিন রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। ফাগুন আর ভালোবাসা দিবস মিলে প্রেমিক-প্রেমিকাদের মুহূর্তগুলো হয়ে ওঠে রঙিন।
তবে প্রেমিক-প্রেমিকা তথা ভ্যালেন্টাইনদের জন্য নয়, সিলেটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাকতাড়–য়া’ নন-ভ্যালেন্টাইন তথা ‘অপ্রেম’ মানুষদের জন্য আয়োজন করেছে মহাসমাবেশের। আগামীকাল শনিবার সিলেট এমসি কলেজ মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হবে এ মহাসমাবেশ।
আয়োজক সূত্র থেকে জানা যায়, যে সব যুবক-যুবতী এখনো প্রেম করেননি বা প্রেমে ব্যর্থ হয়েছেন, তাদের জন্যই এ আয়োজন। মহাসমাবেশে থাকবে আড্ডা, গল্প, গান আর খানাপিনা।
তবে এ আয়োজনে অংশ নিতে চাইলে ৫০ টাকা দিয়ে নাম নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন কাকতাড়–য়ার সঙ্গে যুক্ত থাকা ফয়সাল খলিলুর রহমান।
নাম নিবন্ধনের জন্য ০১৭৬৮৯৮৮৭১১, ০১৭২২৬৪১২৫৪, ০১৭৯৫০৫০৩০৬, ০১৭৭২১১০০৮৮ নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য চালু নেই