লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ, মন্ত্রীর পদত্যাগ দাবি

শনিবার লেবাননের রাজধানী বৈরুতে একটি সরকারবিরোধী নাগরিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সরকারের দুর্নীতি, পরিবেশ দুষণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনায় অপারঙ্গমতাকে ইস্যু করে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভকে ঘিরে সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বাধা প্রদান করা না হলেও, প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নগরীর বিভিন্ন কেন্দ্রে নিয়োজিত করা হয়েছে। লেবাননে সপ্তাহকাল আগে সরকারবিরোধী আরও এক বিক্ষোভ সহিংস দিকে মোড় নিয়েছিল। যে কারণে এবার এই পূর্বসতর্কতা।

তবে শনিবারের বিক্ষোভ কোনো প্রকার সহিংসতা ছাড়াই সংগঠিত হয়েছে।

বিক্ষোভকারীদের এ আন্দোলনের আরও একদি বিশেষ দিক রয়েছে। দেশময় বর্জ্য ব্যবস্থাপনা শোচনীয় রূপ ধারণ করারয় লেবাননে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। জনগণের দাবি, এ সমস্যা নিরসনের পরিকল্পনা গ্রহণ করতে হবে, অন্যথায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিবেশমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ২৪ ঘণ্টা ইতোমধ্যেই অতিক্রান্ত হয়েছে।

পরিবেশকেন্দ্রিক এ বিক্ষোভের একটি শিরোনাম ধার্য হয়েছে। ইংরেজি শিরোনামটি ‘You Stink’, বাংলা ভাবানুবাদে তা দাঁড়ায় অনেকটা— দুর্গন্ধমানব।



মন্তব্য চালু নেই