লিবীয় উপকূল থেকে ৫ হাজার শরণার্থী উদ্ধার

লিবীয় উপকূল থেকে এবার প্রায় ৫ হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। নৌকা, রাবার বোটে চড়ে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির কোস্টগার্ড, নৌবাহিনী এবং ডক্টরস ইউথআউট বর্ডারসের উদ্ধারকর্মীরা কয়েকটি অভিযান চালিয়ে শনিবার প্রায় ৪ হাজার ৭০০ শরণার্থীকে উদ্ধার করে।

এক বিবৃতিতে ইতালির কোস্টগার্ড জানিয়েছে, ২০টি পৃথক অভিযান চালিয়ে লিবীয় উপকূল থেকে ৪ হাজার ৩৪৩ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে এক নারীকে মৃতাবস্থায় পাওয়া গেছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি উদ্ধারকর্মীরা।

এ ছাড়া গ্রিসের সহায়তায় পরিচালিত আরেকটি অভিযানের মাধ্যমে লিবীয় উপকূল থেকে ৩৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। একটি জাহাজে তাদেরকে ইতালির একটি বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক লাখ লোক জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। নৌকাডুবিতে প্রাণ গেছে অসংখ্য মানুষের। তারপরও যাত্রা থেকে নেই।



মন্তব্য চালু নেই